পুলিশের হেফাজতে গ্রেপ্তার ছয় চোর ও উদ্ধার করা চোরাই ছয়টি বাইসাইকেল। ছবি: বাংলাদেশ পুলিশ।

নীলফামারী জেলার জলঢাকা থানা-পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে চোরাই ছয়টি বাইসাইকেলসহ অন্যান্য মালামাল।

জেলার পুলিশ সুপার মো. গোলাম সবুরের নির্দেশনায় ও জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত চোর চক্রের ওই সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহিন ওরফে কালা (৩২) মো. সাজু ইসলাম (৩৪), মো. রবিউল ইসলাম (৩৫), মো. আব্দুল করিম (২৫), মো. আল-আমিন (২৫) এবং মো. জাহিদুল ইসলাম(২৩)।

জিজ্ঞাসাবাদের সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৬টি বাইসাইকেল, বাইসাইকেলের যন্ত্রাংশ, ২টি মোটর, ২টি টিউবওয়েল ও ওয়ালটন ব্র‍্যান্ডের একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।