জর্ডানের আকাবা বন্দরের ডকসাইডে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসরণে অন্তত চারজন এশীয় অভিবাসীসহ ১৩ জন প্রাণ হারিয়েছে। ২৭ জুন (সোমবার) দুর্ঘটনাটি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়, ওই দুর্ঘটনায় আড়াই শতাধিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে প্রায় ১০০ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের অধিকাংশই ক্লোরিন গ্যাসের প্রভাবে শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছে।

আকাবার ইসলামিক হাসপাতালের চিকিৎসক ডা. রুবা আআমাউই বলেন, ‘অসুস্থদের সবাই শ্বাসকষ্টসহ একই ধরনের উপসর্গে ভুগছেন।’

আহতদের একজন ২৫ বছর বয়সী সার কারখানার কর্মচারী আসাদুল্লাহ আল-জাজি। তিনি বলেন, ‘আমরা কোনো বিস্ফোরণের শব্দ শুনিনি। আমরা শুধু বিষাক্ত কিছুর গন্ধ পেয়েছি এবং হলুদ ধোঁয়া দেখেছি। তারপর সেখানে লোকজনের দম বন্ধ হয়ে আসছিল।’

জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল মাজেন আল-ফারায়া বলেন, ২৮ জুন (মঙ্গলবার) বন্দরে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে। তরলীকৃত গ্যাসভর্তি একটি ট্যাঙ্ক জাহাজে তোলার সময় সেটি পড়ে গিয়ে বিষ্ফোরণ ঘটলে ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়ে।