খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার জতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্যদের অংশগ্রহণ বিষয়ে অনলাইন মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়। ছবি: খুলনা মেট্রোপলিটন পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল) আমেনা বেগম, বিপিএমের সভাপতিত্বে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ফিমেল এফপিইইউ পারসোনেল, ফিমেল আইপিও হিসেবে এবং পেশাদারী স্তরে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কেএমপির বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনলাইন মোটিভেশনাল স্টেশন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্যগণের অংশগ্রহণ সংক্রান্ত এ সেশনের উপস্থিত ছিলেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা এবং সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) শিপ্রা রানী দাসসহ সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যবৃন্দ।