পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৩ চোরাকারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর
থানা-পুলিশের অভিযানে ৩ হাজার ২৫০ কেজি ভারতীয় চিনিসহ তিনজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম ৮ জুন রাত সাড়ে ১০টার সময় জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার ডরেরপাড় নামক স্থানে অভিযান চালিয়ে মো. জাহিদ হাসান (২৩), প্রদীপ দেবনাথ (২৫) ও নির্দন দাশ (৪০) নামের তিন চোরাকারবারিকে ২টি টাটা পিকআপ ভ্যানসহ আটক করে। এরপর পিকআপ ভ্যান ২টি তল্লাশি করে ৫০ কেজি করে ৬৫ বস্তা ভারতীয় চিনি (যার পরিমাণ ৩ হাজার ২৫০ কেজি) উদ্ধার করে।

উদ্ধার চিনির আনুমানিক মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।

গ্রেপ্তার আসামিরা জব্দ করা ভারতীয় চিনির আমদানিসংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আসামিরা পরস্পর যোগসাজশে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।