জগন্নাথপুর থানার অভিযানে ভারতীয় পাঁপড়, হরলিকসসহ গ্রেপ্তার তিনজন। ছবি: পুলিশ নিউজ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা-পুলিশের অভিযানে ১৭ বস্তা ভারতীয় পাঁপড়, হরলিকসসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানাধীন ইছগাঁও এলাকায় জগন্নাথপুর থেকে রাণীগঞ্জগামী পাকা রাস্তার ওপর ঢাকাগামী আল শামীম কোম্পানির যাত্রীবাহী একটি বাসে এই অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় মো. জাহাঙ্গীর আলম (৪৪) ও মো. নজির হোসেন (২৫) ও ফরহাদ আলম সাগরকে (২৪) গ্রেপ্তার করা হয়।

ঢাকাগামী আল শামীম কোম্পানির যাত্রীবাহী বাসের মাল রাখার বাক্সে তল্লাশি করে ১৭ বস্তায় ৮৫০ প্যাকেট ভারতীয় তৈরি পাঁপড় ও ২৫টি ভারতীয় হরলিকস উদ্ধার করে জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় পাঁপড় ও হরলিকসের আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা।

গ্রেপ্তার আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা জব্দকৃত ভারতীয় পাঁপড় ও হরলিকস বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। তাঁদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।