জকিগঞ্জ থানায় মানসিক ভারসাম্যহীন আলহাজ ও তার বাবা। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেটের জকিগঞ্জ থানা-পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন সন্তান আলহাজকে পরিবার ফিরে পেয়েছে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ হোসেন জানান, উপজেলার বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু মানসিক ভারসাম্যহীন আলহাজকে (২৫) ঘোরাফেরা করতে দেখে নিজের হেফাজতে নিয়ে চৌকিদার এশান আলীর মাধ্যমে ২৩ সেপ্টেম্বর বিকেলে জকিগঞ্জ থানায় বুঝিয়ে দেন।

অফিসার ইনচার্জ তাৎক্ষণিক বিষয়টি জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনকে অবহিত করেন।

পরে অফিসার ইনচার্জ মো. জাবেদ হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

রোববার সকালে মানসিক ভারসাম্যহীন আলহাজকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আলহাজের বাবা আব্দুল গফুর জকিগঞ্জ থানায় এসে ছেলেকে গ্রহণ করেন।
দীর্ঘদিন পর বাবা-ছেলের পুনর্মিলনে জকিগঞ্জ থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আলহাজের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তালতলা গ্রামে।