পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি : সংগৃহীত

ছিনতাইয়ের তিন ঘণ্টার মধ্যে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবর শাহ থানা-পুলিশ। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে নগরের কর্নেল জোন্স রোড থেকে আসামি ফেরদৌস মাহমুদ ও সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। আসামি ফেরদৌসের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে নগরের এ কে খান গেট এলাকায় যাত্রীর জন্য অপেক্ষায় ছিলেন মোটরসাইকেলচালক আকতার উদ্দীন। এক যুবক ৮০ টাকা ভাড়ায় তাঁকে আকবর শাহ থানাধীন কর্নেল জোন্স রোডের ভেতর রেললাইনসংলগ্ন নির্জন স্থানে নিয়ে যান। এরপর ওই যুবক চালকের কাছ থেকে মোটরসাইকেলটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে সেখানে হাজির হন আরও তিন যুবক। তাঁরা চালককে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ছিনতাইয়ের তিন ঘণ্টার মধ্যে মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।