ওষুধ বিতরণ করা হচ্ছে বন্যার্তদের মাঝে। ছবি: বাংলাদেশ পুলিশ

টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে থানা এলাকার প্রায় ৯০ শতাংশ ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এ অবস্থায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ছাতক থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সব অফিসার ও ফোর্স একাধিক দলে ভাগ হয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আজ শুক্রবার (২১ জুন) ছাতক থানা-পুলিশের উদ্যোগে ইসলামপুর ইউনিয়নের বেদেপল্লিতে বন্যাকবলিত প্রায় ১৫০ জনের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। বিতরণ করা ওষুধের মধ্যে ছিল খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং প্যারাসিটামল, যা এই চরম সংকটময় সময়ে অসহায় মানুষদের জন্য অত্যন্ত জরুরি।

এই কার্যক্রমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম সার্বিক সহায়তা করে।

আশ্রয়কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, প্রতিটি বিট এলাকায় ফুট প্যাট্রল, মোবাইল প্যাট্রল এবং নৌ প্যাট্রল ডিউটির নির্দেশ দেওয়া হয়েছে। ছাতক থানার পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।