মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূলত ছয় দফা থেকেই বাংলার মানুষের মধ্যে স্বাধীনতার উন্মেষ আরও জাগ্রত হয়।

বুধবার (৭ জুন) জাতীয় সংসদে ঐতিহাসিক ছয় দফা নিয়ে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধের বিজয়, সবকিছু অর্জন শ্রমিকনেতা মনু মিয়াসহ শহীদদের রক্তের অক্ষরে লেখা। শহীদের রক্ত কখনো বৃথা যায় না, বৃথা যায়নি।’

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ছয় দফা দিবস নিয়ে আরও বক্তব্য দেন মাননীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মাননীয় সংসদ সদস্য আমির হোসেন আমু, মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ, মাননীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং মাননীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।