টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিল নিউজিল্যান্ড।

শনিবার (২২ অক্টোবর) ৮৯ রানের বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে কিউইরা। রান বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ বড় জয় এটি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ফিন অ্যালেনের ১৬ বলে ৪২ এবং ডেভন কনওয়ের অপরাজিত ৯২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট হাতে একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। সাউদি-স্যান্টনারদের বোলিং তোপে ১৭.১ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় অজিরা। সাউদি ৬ রানে তিনটি এবং স্যান্টনার ৩১ রানে তিন উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কনওয়ে।