মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন সংকু ঘোষ (৩৩), তিনি মৌলভীবাজারের রাজনগর থানার পঞ্চেশর গ্রামের বাসিন্দা। প্রদীপ দেব (৪২), তিনি একই থানার বাহাদুরগঞ্জ গ্রামের বাসিন্দা ও খোরশেদ মিয়া (৩৫), তিনি শ্রীমঙ্গল থানার পাত্রীকুল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, রোববার এএসআই নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শ্রীমঙ্গল থানাধীন ৮ নম্বর কালীঘাট ইউনিয়নস্থ ভাড়াউড়া চা-বাগান কালীমন্দির লাইনের পাকা রাস্তার ওপর কয়েকজন লোক বিক্রির উদ্দেশ্যে চোলাই মদ নিয়ে অবস্থান করছে। ঘটনার সত্যতা যাচাই করতে সঙ্গীয় অফিসার, ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় আরেক আসামি পালিয়ে যায়। তাঁর নাম সবুজ গৌর (৩৫), তিনি শ্রীমঙ্গল থানার ভাড়াউড়া চা-বাগান এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ১০৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার মূল্য ২১ হাজার টাকা।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।