শিবচর থানা-পুলিশের হেফাজতে চোর চক্রের ২ সদস্য। ছবি : বাংলাদেশ পুলিশ

মাদারীপুরের শিবচর থানা-পুলিশের অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মাদবরচর ইউনিয়নের চরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২ ব্যক্তি হলেন শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকার শাহজাহান শেখের ছেলে রাশেদুল ইসলাম ওরফে মাহিম (২৪) ও শিবচর পৌরসভার কেরানীবাট এলাকার আক্তার হোসেন সান্টু বেপারীর ছেলে মুসা বেপারী (২৭)। এ ছাড়া হাসান মিয়া (১৯) নামের এক চোর পালিয়ে গেছেন।

জানা যায়, জেলার পুলিশ সুপার মাসুদ আলমের (বিপিএম-বার, পিপিএম) নির্দেশনায় গতকাল বিকেলে শিবচর থানার এসআই পরিমল বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদবরচর ইউনিয়নের চরকান্দি এলাকার রেলওয়ে ব্রিজের দক্ষিণ পাশে বেড়িবাঁধ থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া শিবচর উপজেলার পোদ্দারচর মোড়লকান্দি এলাকার সালাম মীরের ছেলে হাসান মিয়া (১৯) পালিয়ে গেছেন। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে মাদারীপুর শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।