কুড়িগ্রাম থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ২ ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে আন্তজেলা অটো চোর চক্রের মূল হোতাসহ দুজনকে চোরাই অটোরিকশাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিদের দেওয়া তথ্যমতে ছিনতাই করা অটোরিকশাটি কুড়িগ্রামের রাজারহাট থেকে উদ্ধার করা হয়।

জানা যায়, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় কুড়িগ্রাম সদর থানাধীন শাপলা চত্বর থেকে খলিলগঞ্জ রেলক্রসিংয়ের মধ্যবর্তী ফাঁকা জায়গায় যাত্রীবেশে অটোতে থাকা চোর সিন্ডিকেট দলের ২ জন সক্রিয় সদস্য স্টেশনপাড়ার শরিফুল ইসলাম ওরফে আরিফুল ইসলাম ওরফে কাজল (২৪) এবং হরিকেশ এলাকার মারুফ হাসান মেহেদি (২৮) ধারালো চাকু গলায় ধরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে ভিকটিম অটোচালক মামলা করলে কুড়িগ্রাম থানা-পুলিশের একটি চৌকস দল ওই দিন রাতে লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ি এলাকা থেকে শরিফুল ইসলাম ও মারুফ হাসানকে গ্রেপ্তার এবং অটোরিকশাটি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার চোর চক্রের মূল হোতাসহ দুজন অন্যান্য জেলা থেকেও দীর্ঘদিন অটো চুরি ও ছিনতাই করে আসছে।