কক্সবাজারের হোয়াইক্যং হাইওয়ে থানা-পুলিশের অভিযানে ১৫০ কার্টন ORIS ব্রান্ডের সিগারেট ও সিএনজিচালিত অটোরিকশাসহ ১ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চোরাকারবারি হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার আলী হোসেনের ছেলে ইলিয়াছ উদ্দিন (২০)।

জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় তারা টেকনাপের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা তল্লাশি চালিয়ে ১৫০ কার্টন ORIS ব্রান্ডের সিগারেট পান। প্রতি কার্টনে ১০ প্যাকেট করে মোট ১৫০০ প্যাকেট ছিল।

অটোরিকশার চালক চোরাই পথে কর ফাঁকি দিয়ে উক্ত সিগারেট পরিবহন করছিল মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেপ্তার করে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ। বিদেশি সিগারেট ও অটোরিকশাটি জব্দ করা হয়। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।