রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে গতকাল শুক্রবার চোরাই স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে আংটি, লকেট ও দুল উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাহফুজুর রহমান। তাঁর হেফাজত থেকে ডায়মন্ডের পাথরসহ ৪১টি রোজ গোল্ডের আংটি, একটি লকেট, এক জোড়া হোয়াইট গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়। এ ব্যাপারে দারুস সালাম থানায় মামলা করা হয়েছে।

দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটায় দারুস সালাম থানার গাবতলী এলাকায় একটি বেসরকারি ব্যাংকের সামনে থেকে স্বর্ণালংকারসহ মাহফুজুরকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজুর জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মূল্যবান স্বর্ণের ওপর ডায়মন্ডের পাথর দিয়ে তৈরি বিদেশি আংটি বাংলাদেশে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন তিনি।