ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ অভিযান চালিয়ে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে সাতটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে তুরাগের ধউর বেড়িবাধ এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।

গ্রেফতারকৃত দুজনের নাম মিলন বীর ও মো. রিপন মিয়া।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, ২৭ জানুয়ারি মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, তুরাগের বেড়িবাঁধ এলাকায় কিছু লোক চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৪টা ২০ মিনিটে ওই এলাকায় অভিযান চালিয়ে সাতটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মামলা হয়েছে।