গোড়াই হাইওয়ে থানার হাতে চোরাই মোটরসাইকেলসহ আটক তিনজন। ছবি: হাইওয়ে পুলিশ

চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে গাজীপুর রিজিয়নের গোড়াই হাইওয়ে থানা পুলিশ

গত রোববার তাঁদের আটক করা হয়।
আটক তিনজন হলেন টাঙ্গাইলের মির্জাপুর থানার বাইমহাটি পূর্বপাড়ার গোপাল মালাকার (৩৫), সিরাজগঞ্জ সদর থানার চরখোকশাবাড়ীর আনিছুর রহমান (৪১) ও টাঙ্গাইলের নাগরপুর থানার করটিয়া কাজী বাড়ীর সুধীর চন্দ্র (৫৬)। গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার জোড় পুকুরপাড় এলাকার মুকুল চন্দ্র রায় (৪৩) তাঁর হিরো ব্র্যান্ডের মোটরসাইকেলটি জেলার বাসন থানার শাপলা সুপার মার্কেটের সামনে পার্কিং করে ফার্মেসিতে ওষুধ আনতে যান। এর ছয়-সাত মিনিট পর ওষুধ নিয়ে পার্কিংয়ে এসে মোটরসাইকেলটি পাননি তিনি।

এমন পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দেন মুকুল। সে কল পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর থানার উত্তর হিজলতলী এলাকায় টাঙ্গাইলগামী চেকপোস্টে কড়া প্রহরা বসায়।
চেকিংয়ের সময় পুলিশের জালে ধরা পড়েন মোটরসাইকেল চোরচক্রের একজন গোপাল। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে অপর দুই সহযোগী আনিছুর ও সুধীরকে মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে চোরাই মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।