পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

চোরাই মোটরসাইকেলসহ কুখ্যাত চোর মো. খলিলুর রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের ছাতক থানা-পুলিশ।

বুধবার (১২ জুলাই) বিকেলে সুনামগঞ্জ সদর থানাধীন বেতগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি খলিলের বাড়ি জেলার দোয়ারাবাজার থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ৯ জুলাই দিবাগত রাতে ছাতক থানাধীন দিঘলী পূর্ব রামপুরের একটি বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন ভুক্তভোগী আশফাকুর রহমান ছায়েম।

তিনি আরও জানান, তদন্তের একপর্যায়ে খলিলের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।