আলমডাঙ্গা থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৩ ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

চুরি করা মালপত্রসহ ৩ চোরকে গ্রেপ্তার করেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা-পুলিশের সদস্যরা। সোমবার (৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে আলমডাঙ্গার হাউসপুর-কালিদাসপুরগামী সড়কসংলগ্ন হাউসপুর স্কুলপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর এলাকার কুদ্দুস মোল্যার ছেলে মামুন আলী ওরফে পারুল (২৯), মুন্সিগঞ্জ এলাকার নবী শেখের ছেলে সবুজ শেখ (২৩) ও হাউসপুর এলাকার বজলুর রহমানের ছেলে রাসেল (৪২)।

জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই মো. তারিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলার হাউসপুর স্কুলপাড়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করেন।

এ সময় তাঁদের কাছ থেকে চুরি করা একটি কংক্রিট ভাইব্রেটিং মেশিন, একটি ১২ ভোল্টের ব্যাটারি ও অন্য মালপত্র জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।