পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ছাগল ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি : বাংলাদেশ পুলিশ

চোরাই ছাগল ও চুরির কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে নাটোরের সিংড়া থানা-পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সিংড়া থানাধীন কুঞ্চিভদ্রা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিরাজগঞ্জ সদর থানা এলাকার মো. রিপন শেখ (২৪), মো. হাশেম আলী (৪২) ও মো. ইসমাইল মীর (৬০) এবং কামারখন্দ থানা এলাকার মোছা. সুফিয়া বেগম (৩৫)।

সিংড়া থানা-পুলিশ জানায়, শুক্রবার সকালে সিংড়া থানাধীন বনকুড়াইল এলাকায় ভুক্তভোগী মো. আমিনুল ইসলামের (২৯) বাড়ির পাশ থেকে একটি ছাগল চুরি যায়। অভিযোগ পেয়ে সিংড়া থানাধীন বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। পরে কুঞ্চিভদ্রা গ্রাম থেকে চোরাই ছাগল ও চুরির কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের এক সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।