কিশোরগঞ্জের তাড়াইল থানা-পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন। ছবি: পুলিশ নিউজ

কিশোরগঞ্জের তাড়াইল থেকে যাত্রীবেশে অটোরিকশা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

তাড়াইল থানা-পুলিশ জানায়, অটোরিকশার চালক মোকাররম (২৩) সোমবার সকালে অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন দুপুর ১২টার দিকে সোহাগ (২১), রামিন (২০) ও এনামুল হক (২১) মোকাররমকে ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করে তাড়াইল বাজার থানা মোড় থেকে নেত্রকোনা জেলার কেন্দুয়ার উদ্দেশে রওনা হন। পথ আসামিরা পরিকল্পনা অনুযায়ী অটোরিকশার চালককে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পান করান।

ভিকটিম বিষয়টি কেন্দুয়া থানাধীন আদমপুর এলাকার জনৈক শরীফের চায়ের দোকানের সামনে পৌঁছানোর পর বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে যাত্রীবেশী তিনজনকে আটক করে।

পরে স্থানীয় লোকজন কেন্দুয়া থানা-পুলিশকে সংবাদ দিলে পুলিশ উল্লেখিত স্থানে এসে আসামিদের ধরে অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যান।

ভিকটিমের বড় ভাই নুরালম (২৩) বিষয়টি তাড়াইল থানা-পুলিশকে অবহিত করেন এবং ভিকটিমকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যান। পরবর্তী সময়ে তাড়াইল থানা-পুলিশ কেন্দুয়া থানা থেকে ভিকটিমের ব্যবহৃত অটোরিকশা ও আটককৃত আসামিদের নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বড় ভাইয়ের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাড়াইল থানায় মামলা করা হয়েছে।