পুলিশি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি : বাংলাদেশ পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।

চুয়াডাঙ্গা ডিবির অফিসার ইনচার্জ মো. আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল আজ সোমবার সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। সকাল ৯টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে অগ্রণী ব্যাংকের সামনে চুয়াডাঙ্গা টু জীবননগর সড়কে তল্লাশি করার সময় বেপরোয়া গতির কালো ও নীল রং মিশ্রিত ১৫০ সিসি একটি পালসার মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করে। কিন্তু সিগনাল অমান্য করে মোটরসাইকেলে থাকা ব্যক্তি কৌশলে কোর্টমোড়ে অবস্থিত অগ্রণী ব্যাংকের বিপরীতে চুয়াডাঙ্গা টু জীবননগর হাইওয়ে রাস্তা থেকে পলাশপাড়া সংযোগ রাস্তার দিকে দ্রুত যাওয়ার চেষ্টা করে। এসময় তার গতিরোধ করে পুলিশের দলটি মোটরসাইকেল আরোহী মাদক কারবারি মো. আব্দুস সামাদকে (৩০) গ্রেপ্তার করে।

পরে উপস্থিত জনতার সামনে আটককৃত আসামির ব্যবহৃত মোটর সাইকেলের বাম পাশে ঝোলানো দুইটি ব্যাগ থেকে ৯৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা। পরে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।