চুয়াডাঙ্গায় পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের আওতায় নায়েক ও কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’-এর পঞ্চম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের সব সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের আওতায় নায়েক ও কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’-এর পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।

জেলা পুলিশ জানায়, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশের ১০৫টি ভেন্যুতে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে ৮ জানুয়ারি সকাল ১০টায় পঞ্চম ব্যাচের ছয় দিনব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। চুয়াডাঙ্গায়ও এদিন কর্মসূচি শুরু হয়।

চুয়াডাঙ্গায় কর্মসূচির প্রতিদিনের ধারাবাহিক প্রশিক্ষণের অংশ হিসেবে ভোর সোয়া ৬টায় পিটির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ধারাবাহিকভাবে প্যারেড (মার্চিং অ্যান্ড রানিং), ল-ক্লাস, নাইট ক্লাস এবং রাত্রিকালীন রোল কলের মধ্য দিয়ে কর্মসূচি চলছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের প্রতিনিধিসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা।