চট্টগ্রামের পাহাড়তলীতে চুরির ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করা হয় অভিযুক্তকে। ছবি: সিএমপি

চট্টগ্রামের পাহাড়তলীতে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

একই সঙ্গে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মালামাল।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো এক সময়ে পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় মো. সাদমান সাকিবের বাসার দ্বিতীয় তলায় চুরি হয়।

সাকিবের একটি আইফোন ও একটি স্যামসাং গ্যালাক্সি এস ৬ এজ মোবাইল এবং ১৩ হাজার ৮০০ টাকা অজ্ঞাতনামা চোর বা চোরেরা নিয়ে যায়।

বাদীর অভিযোগের ভিত্তিতে পাহাড়তলী থানা টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. রবিউল হাসান ওরফে বিজয়কে শনাক্ত করে এবং পরবর্তী সময়ে তাঁকে গ্রেপ্তার করে।