সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের অভিযানে উদ্ধার হওয়া গরু ও গ্রেপ্তার দুজন। ছবি: পুলিশ নিউজ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের অভিযানে মামলার ৬ ঘণ্টার মধ্যে চুরি হওয়া দুটি গরু উদ্ধারের পাশাপাশি চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন সনুয়াখাই এলাকার মো. আবুল হাসনাতের বসতবাড়ির গোয়ালঘর থেকে গত ২৯ মার্চ রাত ১০টা থেকে ৩টার মধ্যে দুটি ষাঁড় চুরি হয়, যেগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। এ বিষয়ে আবুল হাসনাত বাদী হয়ে ৩০ মার্চ অভিযোগ দিলে জগন্নাথপুর থানায় একটি নিয়মিত মামলা হয়।

মামলার ৬ ঘণ্টার মধ্যে জগন্নাথপুর ও ছাতক থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে ছাতক থানাধীন দোলার বাজার এলাকা থেকে জাবেদ আহমদ ও সাকিব আহমদকে গ্রেপ্তার করেন পুলিশ সদস্যরা।
গ্রেপ্তার দুজনের কাছ থেকে চুরি হওয়া দুটি ষাঁড় উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।