ইজিবাইক চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে আরএমপির বোয়ালিয়া মডেল থানা-পুলিশ।

যাত্রী নামিয়ে সড়কের পাশে ইজিবাইক রেখে দোকানে চা খেতে যান চালক। চা খেয়ে এসে দেখেন, তাঁর ইজিবাইকটি নেই। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশ ফাঁড়িতে জানান তিনি। পৌনে তিন ঘণ্টার মধ্যে সেই ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী মহানগরের উপশহর নিউমার্কেট এলাকায় শনিবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার পুলিশ সদস্যরা। খবর আরএমপি নিউজের।

গ্রেপ্তার আসামি হলেন মো. আকতারুল ইসলাম (২১)। তিনি রাজশাহী জেলার মোহনপুর থানার বিদিরপুর বসন্তগেদা গ্রামের মো. শুকুর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, ইজিবাইকচালক মো. শাজাহান শনিবার রাত সাড়ে দশটার দিকে উপশহর নিউমার্কেট এলাকায় যাত্রী নামিয়ে ইজিবাইকটি রেখে চা স্টলে চা খেতে যান। কিছু সময় পর চা খেয়ে ফিরে ইজিবাইক না পেয়ে তাৎক্ষণিকভাবে উপশহর নিউমার্কেট পুলিশ ফাঁড়িতে ঘটনাটি জানান।

পরে অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন পিপিএম-এর নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার এসআই মো. শাহীনুর রহমান এবং এটিএসআই মো. মোনায়েম হোসেন ও তাঁদের টিম ইজিবাইকটি উদ্ধার অভিযানে নামে।

একপর্যায়ে বোয়ালিয়া থানার টিম রাত সোয়া একটার দিকে সপুরা ছয়ঘাটি মোড় এসএস ট্রেডিং এর সামনে সন্দেহজনক অবস্থায় একটি ইজিবাইক দেখতে পায়। পরে চালক ঘটনাস্থলে গিয়ে তাঁর চুরি যাওয়া ইজিবাইকটি শনাক্ত করেন। এ সময় পুলিশ চুরির অভিযোগে মো. আকতারুল ইসলামকে গ্রেপ্তার করে।