এই ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার অনুরোধ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ছবি: আরএমপি

চুরির ঘটনায় একজনকে ধরিয়ে দেওয়ার অনুরোধ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপি নিউজের প্রতিবেদনে আরএমপির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘ছবিতে প্রদর্শিত ব্যক্তিটি চোর। এখন পর্যন্ত এই চোরের পরিচয় জানা যায়নি। সে গত ৩ এপ্রিল সন্ধ্যা ৬.২০ থেকে ৬.৩৫টার মধ্যে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ বাইপাস মোড়ে শিফা বাজার নামক দোকানের তালা ভেঙে ৬০,০০০ টাকা চুরি করে। এ সংক্রান্তে আরএমপির চন্দ্রিমা থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, চোর ধরতে ও মামলা সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য প্রদর্শিত ব্যক্তির সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ ওই ব্যক্তির সন্ধান জেনে থাকেন, তাহলে আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জের ০১৩২০-০৬১৫৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।