দেবিদ্বার থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লার দেবিদ্বারে চুরির অভিযোগ পাওয়ার দুদিনের মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকারসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন রবিউল (৩৫), সোহাগ (৩২), অলি উল্লাহ (৩৫) ও মো. সোহেল রানা (৪২)। তাঁদের কাছ থেকে একটি স্বর্ণের লকেট, বালা, দুটি রুপার চেইন ও দুটি নূপুর উদ্ধার করা হয়েছে।

থানা-পুলিশ জানায়, মামলার বাদী রুমি আক্তারের (২৯) স্বামী একজন ওমানপ্রবাসী। ১৫ এপ্রিল বিকেলে তিনি বাবার বাড়ি যান। ২০ এপ্রিল সকালে বাসায় ফিরে তিনি দেখেন, কাঠের ওয়াড্রবের তালা ভাঙা এবং ৫ জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের চেইন লকেট, হাতের বালা, একটি স্বর্ণের ব্রেসলেট, তিনটি আংটিসহ মোট সাত ভরির স্বর্ণালংকার, ৫ জোড়া রুপার নূপুর, রূপার চেইন লকেটসহ মোট ৮ ভরির রুপার অলংকার, আড়াই হাজার টাকা এবং ৫০ হাজার টাকার খাদ্য ও কাপড় চুরি হয়েছে। এ ঘটনায় ১১ জুন দেবিদ্বার থানায় মামলা হয়। এর দুদিনের মধ্যে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা চুরির ঘটনা স্বীকার করেছেন।