পুলিশের হেফাজতে গ্রেপ্তার পাখিভ্যান চোর। ছবি: বাংলাদেশ পুলিশ।

চুয়াডাঙ্গার সদর থানার পুলিশ
চুরি হওয়া একটি পাখিভ্যান উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানাধীন হাটকালুগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মিরাজুল ইসলাম পেশায় পাখিভ্যান চালক। প্রতিদিনের মতো গত ৮ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে একটি আমবাগানের পাশে কাঁচা রাস্তার উপর তার পাখি ভ্যানটি রেখে জমির ভিতরে ধান কাটতে যান। দুপুর আড়াইটায় কাজ শেষে এসে দেখতে পান রেখে যাওয়া স্থানে তার পাখিভ্যানটি নেই। তখন মিরাজুল আশে পাশে খোঁজাখুঁজি করে কোথাও তার পাখিভ্যানের সন্ধান না পেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহাব্বুর রহমান পাখিভ্যান চুরির ঘটনাটি জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামানকে অবহিত করেন।

পুলিশ সুপার দ্রুত ঘটনাটির রহস্য উদঘাটনসহ আসামিকে গ্রেপ্তারের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম সদর থানা এলাকায় অভিযান ৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার সময় হাটকালুগঞ্জ গ্রামের মো. বাবুর চায়ের দোকানের সামনে থেকে মো মানিকুর রহমান(৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে পাখিভ্যানটি উদ্ধার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।