উদ্ধার ২ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার চোর। ছবি: বাংলাদেশ পুলিশ।

চুয়াডাঙ্গার সদর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেল ও চোরকে গ্রেপ্তার করেছে।

জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানের তত্ত্বাবধানে সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম সদর থানাধীন ভালাইপুর বাজারে আমির হোসেন মার্কেটের সামনে থেকে একটি রেজিস্ট্রেশন বিহীন 100 সিসি টিভিএস মোটরসাইকেল (ইঞ্জিন নং-FF4FG1660041, চেসিস নং-MD625SF4XG1F73648) উদ্ধার করেন। এ সময় মো. পিয়াস হোসেন নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁরা আরও একটি মোটরসাইকেল চুরি করেছেন। তখন তাঁর স্বীকারোক্তি ও দেখানো মতে একাডেমি মোড়ের সওদাগর কুরিয়ার সার্ভিসের সামনে থেকে অপর একটি 110 সিসি ডিসকভার মোটরসাইকেল (ইঞ্জিন নং-JBXRMC00107, চেসিস নং-PSUA15AZ4NTA78478) উদ্ধার করেন।

বিরামহীন জিজ্ঞাসাবাদে সদর থানার টিম মোটরসাইকেল চোরের একটা সংঘবদ্ধ গ্রুপকে শনাক্ত করতে সক্ষম হয়।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।