দর্শনা থানা-পুলিশের অভিযানে ট্যাপেন্ডাটলসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গায় দর্শনা থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। দর্শনা থানা এলাকায় ২৮ আগস্ট (রোববার) এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার তিন আসামির নাম মো: আক্তারুজ্জামান লিটন (৩৮), ইমতিয়াজ আলী (২৫) ও আলামিন (২০)। তাদের কাছ থেকে ৭০০টি ট্যাপেন্ডাটল ও ৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, চুয়াডাঙ্গা দর্শনা থানা-পুলিশ ২৮ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার প্রতাপপুর গ্রাম থেকে ৭০০টি ট্যাপেন্ডাটলসহ আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি চুয়াডাঙ্গা।

দর্শনা থানা-পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

এর আগে দর্শনা থানা-পুলিশের আরেকটি দল একই দিন বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ঝাঝাডাংগা গ্রামে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইমতিয়াজ ও আলামিনকে গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি ঝিনাইদহ। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।