পুলিশি হেফাজতে গ্রেপ্তার দুই চোর ও উদ্ধার করা চারটি চোরাই মোটরসাইকেল। ছবি: বাংলাদেশ পুলিশ।

চুয়াডাঙ্গা জেলার সদর থানার পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সংঘবদ্ধ চোর চক্রের ২ সদস্যকে।

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তদারকিতে এবং সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম আজ ২৫ জানুয়ারি এই অভিযান চালায়।

পুলিশের টিম মোটরসাইকেল চোর সন্দেহে প্রথমে সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার আলমডাঙ্গা থানাধীন বকশিপুর, হাউসপুরসহ বেশ কয়েকটি জায়গায় চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান পরিচালনা করে আরও একজন মোটরসাইকেল চোর মো. ইমরান হোসেন ওরফে ইমনকে (২০) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তি ও দেখানো মতে ১টি পালসার ১৫০ সিসি, ১টি ডিসকভার ১২৫ সিসি, ১টি টিভিএস ১১০ সিসি এবং ১টি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।