পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন পরিচয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. রাকিবুল ইসলাম ওরফে শুভ ওরফে বান্টার (২৫) বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ আটটি মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা ডিবির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, সম্প্রতি চুয়াডাঙ্গার পুলিশ সুপার পরিচয়ে এক প্রতারক টাকা দাবি করছে বলে অভিযোগ মেলে। এ ঘটনায় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি জানান, এর আগে ঝিনাইদহের পুলিশ সুপার পরিচয়ে প্রতারণার মাধ্যমে বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।