চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হত্যা মামলার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১০ ঘণ্টার মধ্যে মর্জিনা খাতুন (৩০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মর্জিনার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম মো. আজিজুল মণ্ডল (৬২)। তিনি দামুড়হুদা মডেল থানার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জেলা পুলিশ জানায়, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধ নিয়ে পারিবারিক কলহের জেরে আজিজুল ১ অক্টোবর (রোববার) দিবাগত রাত ২টার দিকে তাঁর মেয়ে মর্জিনাকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করেন। আশপাশের লোকজন মর্জিনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২ অক্টোবর (সোমবার) দামুড়হুদা মডেল থানায় মর্জিনার মা মোছা. সইনা খাতুন তাঁর স্বামী আজিজুলের বিরুদ্ধে মামলা করেন।

মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান পরিচালনা বেলা সাড়ে ১১টার দিকে আজিজুলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানিয়েছেন, আজিজুলের ছোট মেয়ে মর্জিনা। এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধ করা নিয়ে পারিবারিক কলহের জেরে মর্জিনাকে কুপিয়ে হত্যা করেছেন তিনি। এ সময় নাতনি রেকসোনাকেও (১২) কুপিয়ে গুরুতর জখম করেন আজিজুল। রেকসোনা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।