পুলিশি হেফাজতে দুই আসামি এবং জব্দ করা রৌপ্য অলংকার। ছবি : বাংলাদেশ পুলিশ

মোটরসাইকেলের তেলের ট্যাংকে কৌশলে রৌপ্য অলংকার পাচারকালে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি ৯৬৫ গ্রাম রৌপ্য অলংকার জব্দ করা হয়।

শনিবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা থানাধীন হুলিয়ামারী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন দর্শনা থানা এলাকার মো. সরোয়ার উদ্দীন ও মো. ওমর ফারুক (৩২)।

ডিবি চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, শনিবার ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মোটরসাইকেলের দুই আরোহীকে থামার সংকেত দেওয়া হয়। সেখান থেকে পালানোর চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকানো রৌপ্য অলংকার জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।