চুয়াডাঙ্গায় পুনাকের উদ্যোগে এতিম শিশুদের জন্য আয়োজিত বিনোদনে কেক কেটে উদযাপন করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে আয়োজন করা হয়েছিল সুবিধাবঞ্চিত এতিম শিশুদের জন্য ‘একদিনের বিনোদন’।

চুয়াডাঙ্গা পুলিশ পার্কে বিভিন্ন রাইডে চড়ে শিশুরা আনন্দে মেতে ওঠে। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গা পুনাকের এই ব্যতিক্রমী ও ভিন্নধর্মী আয়োজনে ২ নভেম্বর (বুধবার) সুবিধাবঞ্চিত এতিম কন্যা শিশুরা মাথাভাঙ্গা নদীর তীর ঘেঁষে অবস্থিত পুলিশ পার্কে প্রাকৃতিক মনোরম পরিবেশে সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে বেড়িয়েছে, আনন্দ করেছে, বিভিন্ন রাইডে উঠেছে। করেছে পশু-পাখির সঙ্গে মিতালি, কেটেছে কেক, খেয়েছে দুপুরের খাবার।

চুয়াডাঙ্গা পুলিশ পার্কে বিভিন্ন রাইডে চড়ে শিশুরা আনন্দে মেতে ওঠে। ছবি: বাংলাদেশ পুলিশ

এ আয়োজনে চুয়াডাঙ্গা পুনাক সভানেত্রী ফরিদা ইয়াসমিন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা পুনাকের সম্মানিত নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন, সিভিল সার্জনের স্ত্রী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনসহ অন্যান্যরা।

আনন্দ আয়োজনে ছিল দুপুরের খাবারের ব্যবস্থাও। ছবি: বাংলাদেশ পুলিশ