করোনাভাইরাসের (কোভিড ১৯) আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। চীন থেকে সি‌নোফার্মের এসব টিকা গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। খবর ইত্তেফাকের।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার চী‌নের সি‌নোফার্মের ১০ লাখ ডোজ এবং নেদারল্যান্ডস থে‌কে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা দে‌শে আসে। নেদারল্যান্ডস থে‌কে এবারই প্রথম দেশে টিকা এল।

মাইদুল ইসলাম বলেন, সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

এর আগে গেল ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন।