যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে শীতল যুদ্ধ চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মেরিল্যান্ডের বাল্টিমোরে জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। খবর বাসসের।

বাইডেন বলেন, ‘আমি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি এবং বিশ্বের অন্যান্য নেতার চেয়ে বেশি সময় কাটিয়েছি। এ জন্যই আপনারা লোকমুখে শুনেছেন যে, বাইডেন চীনের সঙ্গে নতুন শীতল যুদ্ধ শুরু করতে চায়। আমি চীনের সঙ্গে শীতল যুদ্ধ চাই না। আমি চাই চীন যেন বুঝতে পারে যে, আমরা পিছু হটতে যাচ্ছি না এবং আমাদের মতামতে কোনো পরিবর্তন করছি না।’

তিনি বলেন, ‘চীন, রাশিয়া ও বিশ্বের বাকি সব দেশই জানে, পৃথিবীর ইতিহাসে আমাদের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। তারা আরও শক্তিশালী হতে চলেছে কি না, তা নিয়ে চিন্তার অবকাশ নেই।’