টেকনাফে গ্রেপ্তার হওয়া চার ছাত্র অপহরণ মামলার এক আসামি। ছবি: কক্সবাজার জেলা পুলিশ

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর চার ছাত্র অপহরণ মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকা থেকে মো. নুরুল আমিন (১৮) নামের ওই আসামিকে গ্রেপ্তার করেন টেকনাফের ১৬ এপিবিএনের সদস্যরা।

পুলিশ সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর রামু থেকে বেড়ানোর কথা বলে রোহিঙ্গা দুষ্কৃতরা ৪ জন ছাত্রকে অপহরণ করে। এরপর এপিবিএন ও র‍্যাব অভিযান চালিয়ে ওই ছাত্রদের উদ্ধার করে এবং টেকনাফ মডেল থানায় একটি অপহরণ মামলা করা হয়। বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার ছাত্র অপহরণ মামলার অন্যতম আসামি মো. নুরুল আমীনকে (১৮) গ্রেপ্তার করে। নুরুল আমীন টেকনাফের মোচনী গ্রামের আবদুল মোন্নাফের ছেলে। ওই আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।