চারঘাট নৌ পুলিশের অভিযানে জব্দ করা মালপত্র। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজশাহীর চারঘাট নৌ ফাঁড়ির পুলিশ ভারত থেকে অবৈধভাবে আনার সময় রাসায়নিক পণ্য, ক্ষতিকর কীটনাশকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

চারঘাট নৌ-থানার ইনচার্জের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার মালপত্রসহ ওই ব্যক্তিকে আটক করে।

জব্দ করা মালপত্রের মধ্যে রয়েছে ২০টি এক লিটার বোতলের সুপারকিলার-১০ (আনুমানিক মূল্য ৯ হাজার ৩০০ টাকা), ৭০ কেজি ভারতীয় নিষিদ্ধ কীটনাশক পাউডার (আনুমানিক মূল্য ১৭ হাজার ৩০০ টাকা), ফসফাইড পাউডার, পলি প্যাকেট ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা (আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা)।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চারঘাট মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।