১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহীর চারঘাট থানা পুলিশ।

রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নির্দেশনায় চারঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোয়াজ্জেম হোসেন ও এসআই মো. সোহাইল আহমেদের নেতৃত্বে চারঘাট থানার একটি চৌকস টিম ২৩ জুন দিবাগত রাত ১টায় এজাহারনামীয় পলাতক আসামি মফিজ উদ্দিন (৭৫) ও খেতাবকে (৮০) গ্রেপ্তার করে।

২০০৯ সালে চারঘাট মডেল থানায় মামলা দায়েরের পর থেকে তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এদের মধ্যে খেতাব এলাকায় কুখ্যাত রাজাকার হিসেবে পরিচিত এবং ১৯৭১ সালে চারঘাট থানা এবং সংলগ্ন এলাকায় গণহত্যার দায়ে অভিযুক্ত।

আসামিদেরকে রাজশাহীর বিজ্ঞ আদালতের মাধ্যমে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।