নোয়াখালী জেলা পুলিশের অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার হন মোটরসাইকেল গ্যাংয়ের পাঁচ সদস্য। ছবি: পুলিশ নিউজ

নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কের আতঙ্ক হিসেবে পরিচিত মোটরসাইকেল গ্যাংয়ের পাঁচ সদস্যকে দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোটরসাইকেল।

গত ১১ জানুয়ারি সোনাইমুড়ী থানায় করা অর্থ ও মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা তদন্তের একপর্যায়ে রোববার কক্সবাজার সৈকতের একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চক্রের সদস্যরা হলেন বাদল হোসেন (২৫), রাকিব হোসেন (২৪), শাহ ইমরান হোসেন শান্ত (২০), আহসান হাবিব (২০) ও নাজমুল হাসান (২২)। তাঁদের বাড়ি নোয়াখালীর চাটখিল ও বেগমগঞ্জ থানা এলাকায়।

জেলা পুলিশ জানায়, চক্রের ৬ থেকে ১২ সদস্য মোটরসাইকেল নিয়ে বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়ে সময়-সুযোগ পেলে নির্জন স্থানে একাকী মোটরসাইকেল চালকদের পথরোধ করে সর্বস্ব লুটে নেয়। এই দলের নেতৃত্বে রয়েছেন মাসুম (পলাতক), বাদল ও রাকিব।

গ্রেপ্তার আসামিদের নামে নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।