চাটখিল উপজেলায় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার দুজন। ছবি: নোয়াখালী জেলা পুলিশ

নোয়খালীর চাটখিল উপজেলায় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল চুরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুয়াদ হোসেন সৈকত (২৭) ও মামুন হোসেন (৩০)।

পুলিশ সূত্র জানায়, শনিবার বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার ওসির নেতৃত্বে এসআই মো. আলমগীর, হাফেজ আহাম্মদ
খান, এসআই আমিরুল ইসলাম, এএসআই মো. সুমন মিয়া ও মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেন। পরে চাটখিল থানাধীন চাটখিল পৌরসভার দশানী টবগা গ্ৰাম থেকে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা ১৪টি মামলার আসামি ফুয়াদ হোসেন সৈকত (২৭) ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী ৯টি মামলার আসামি মামুন হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি এলজি, কার্তুজ, ধারালো অস্ত্র ও মোটরসাইকেল চুরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।