পুলিশের হেফাজতে গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা-পুলিশ চাঞ্চল্যকর আসকর আলী হত্যা মামলার দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে।

রৌমারী থানার চরশৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামের বাসিন্দা আসকর আলীকে ২০১৬ সালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় তাঁর স্ত্রী ফিরোজা বেগম এবং তাঁর পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেন ও সহযোগী বন্ধুরা মিলে খুন করে পালিয়ে যান।

এ হত্যাকাণ্ডে মামলা হওয়ার পর থেকে দীর্ঘ ৭ বছর পালিয়ে ছিলেন আসামি ফিরোজ বেগম ও তাঁর প্রেমিক কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন সুখেরবাতী গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৫)।

রৌমারী থানা-পুলিশের একটি টিম তাঁদেরকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সিনাবর খন্দকার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন বলেন, অপরাধী যতই চতুরতা অবলম্বন করুক না কেন, একসময় তাঁকে আইনের আওতায় আসতেই হবে। আসকর আলী হত্যা মামলার আসামিদের ওয়ারেন্ট রৌমারী থানায় আসার পর থেকে থানার একটি চৌকস টিম বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে আসামিদের অবস্হান নিশ্চিত করে গাজীপুর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।