চাঁদপুর নৌ থানার অভিযানে আটক ব্যক্তিরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

চাঁদপুর নৌ থানার পুলিশ অভিযান চালিয়ে ৯ লাখ ৫০ হাজার ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৭৫ কেজি জাটকা উদ্ধার করেছে।

চাঁদপুর নৌ থানার ইনচার্জের নেতৃত্বে একটি টিম আজ শনিবার মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অবৈধ জালবিরোধী অভিযান চালানোর সময় এ বিপুল পরিমাণ জাল উদ্ধার ও জাটকা উদ্ধার করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ২ কোটি ৮৫ লাখ ৯ হাজার টাকা।

উদ্ধার জাটকার আনুমানিক মূল্য ৮৭ হাজার ৫০০ টাকা। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানকালে আটক ১৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হয় এবং চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। আলামত হিসেবে চারটি নৌকা নৌ ফাঁড়ি হেফাজতে রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে অর্থ জরিমানা করা হয়। তিনটি বেপরোয়া গতির বাল্কহেডের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করা হয়।