চাঁদপুর নৌথানার অভিযানে জব্দ জাল পুড়িয়ে দেওয়া হচ্ছে।

চাঁদপুর নৌ থানার সদস্যরা পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল, জাটকা ও চারটি নৌকা জব্দ করেছে। সেই সঙ্গে গ্রেপ্তার করেছে ১০ জেলেকে।

আজ সোমবার (১৫ মার্চ) নৌ থানার ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে এ অভিযান চালান।

তারা আনুমানিক ৩ লক্ষ মিটার জাল জব্দ করেছে যার আনুমানিক মূল্য- ৯০ লক্ষ টাকা । জব্দ করা জাটকার পরিমাণ ৮ কেজি। যার আনুমানিক দাম ২ হাজার ৪০০ টাকা। জব্দ করা চারটি নৌকা জ
নৌকার আনুমানিক মূল্য- ২ লক্ষ টাকা।

উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাটকা স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।

আটক ২ জন আসামির বিরুদ্ধে বেপরোয়া গতিতে নৌযান চালানোর অপরাধে মৎস্য আইনে মামলা করা হয়। বাকি ৮ আসাামির প্রত্যেককে মোবইল কোাটের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।