জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি : চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার, ফোর্সসহ রামগতি থানাধীন জারিরদোন ও বাংলাবাজার নামক স্থানে মেঘনা নদীতে অভিযান চালিয়েছেন।

অভিযানে মালিকবিহীন পাতানো অবস্থায় ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৯ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নৌ পুলিশ বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।