পুলিশি হেফাজতে জব্দকৃত কারেন্ট জাল ও পলিথিন। ছবি: পুলিশ নিউজ

চাঁদপুর নৌ থানা-পুলিশ পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩৬০ কেজি পলিথিন জব্দ করেছে।

মঙ্গলবার (২১) ডিসেম্বর নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চাঁদপুর সদর থানাধীন পদ্মা ও মেঘনা নদীতে ভাসমান ফারহার-৪, কর্ণফুলী-১১, সাকিন-৪ ও ফারহার-৬ লঞ্চ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জাল ও পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক দাম ১ কোটি ২০ লাখ টাকা এবং পলিথিনের দাম ৭২ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং পলিথিন পরিবেশ অধিদপ্তরে জমা দেওয়া হয়।