চাঁদপুরে ডাকাতের কাছ থেকে জব্দ করা পিকআপ

চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রেজিস্ট্রেশনবিহীন ১টি পিকআপ জব্দ করা হয়।

চাঁদপুরের পুলিশ মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুবাইর সৈয়দের নেতৃত্বে এসআই মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থানার পাতানিশ দক্ষিণপাড়া এলাকায় হাজীগঞ্জ-কচুয়া মহাসড়কের পাশে মো. নান্নু মিয়া পাটওয়ারীর বসতঘরের পূর্ব পাশে মাঠ থেকে ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে গ্রেপ্তার করেন।

এ সময় ডাকাত মো. খাজা মহিউদ্দিনের (৩০) কাছ থেকে ১টি ধারালো কিরিচ, মো. বেলাল হোসেনের (৩৫) কাছ থেকে ১টি চিকন ধারালো কিরিচ, মো. ইলিয়াসের (৩৮) কাছ থেকে ১টি দেশীয় কুড়াল, মো. আক্রাম হোসেন শান্তর (২৫) কাছ থেকে ১টি দেশীয় কুড়াল, মো. লিটনের (৩০) কাছে খেকে ১টি স্টিলের তৈরি টিপ ছুরি, মো. এরশাদ ভূঁইয়ার (৩৯) কাছ থেকে ১টি কাটার মেশিন জব্দ করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন অশোক লেল্যান্ড পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।