চলে গেলেন ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। খবর বিডিনিউজের।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রায় চার সপ্তাহ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লতা মঙ্গেশকর। ৬ ফেব্রুয়ারি (রোববার) সকালে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পিটিআই।

দীর্ঘ ক্যারিয়ারে হাজারের বেশি সিনেমায় গান করেছেন লতা। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও তিনি গান করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ১১ জানুয়ারি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। করোনামুক্ত হওয়ার পর অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। কিন্তু পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে আইসিইউতে ভেন্টিলেশনে নেওয়া হয়।